জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেল বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:১৫ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক শান্তিরক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হলেন বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-১ (BANFPU-1)। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন MONUSCO-তে দায়িত্ব পালনরত এই কন্টিনজেন্টের সদস্যদের বৃহস্পতিবার (৭ আগস্ট) এক আয়োজনে এই পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি বিনতু কাইতা (Bintou Keita)। এছাড়া উপস্থিত ছিলেন MONUSCO পুলিশ কম্পোনেন্টের প্রধান ও ভারপ্রাপ্ত কমিশনার জেনারেল আলেইন বামেনু (General Alain Bamenou)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যানএফপিইউ-১, রোটেশন-১৭ এর কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমী।

আরও পড়ুন: দুদক ও গোয়েন্দা সংস্থার নাম ভাঙিয়ে মাহদীর প্রতারণা বাণিজ্য

এই রোটেশনে মোট ১৭৮ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন, যাদের মধ্যে ৬৮ জন নারী সদস্য জাতিসংঘ পদকে ভূষিত হয়েছেন। এছাড়া, MONUSCO-র বিভিন্ন সেকশনে কর্মরত আরও ২৩ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসারকেও (আইপিও) যৌথভাবে পদক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিনতু কাইতা বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি নারী শান্তিরক্ষীদের অবদানের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তাদের সক্রিয় অংশগ্রহণ জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গ্রহণকৃত ম্যান্ডেট বাস্তবায়নে একটি অনন্য দৃষ্টান্ত।

আরও পড়ুন: পুলিশের ৭ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

জেনারেল আলেইন বামেনু তার বক্তব্যে ব্যানএফপিইউ-১ এর অপারেশনাল দক্ষতা, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বিত কার্যক্রম এবং জনসম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেন। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, জয়েন্ট পেট্রোল, ও ক্যাপাসিটি বিল্ডিং সংক্রান্ত প্রশিক্ষণের সফল বাস্তবায়নের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্যারেড মার্শাল হিসেবে দায়িত্ব পালন করেন অপারেশনস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, এবং প্যারেড কমান্ডার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের এই নারী কন্টিনজেন্টটি ২০২৪ সালের ২৭ মে থেকে MONUSCO মিশনে দায়িত্ব পালন করে আসছে। তাদের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব ইতোমধ্যে জাতিসংঘের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।