নরসিংদীতে পিস্তল-গুলি-মাদক উদ্ধার, আটক ২

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৩৭ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে হত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার আসামি মনির হোসেন ও তার এক সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‌্যাব) নরসিংদী।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা তথ্যটি নিশ্চিত করেন।

আরও পড়ুন: আওয়ামীলীগ কুকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছে: ড. মঈন খান

আটককৃতরা হলেন, শিবপুর উপজেলার উত্তর কারারচর গ্রামের ফজর আলীর ছেলে মনির হোসেন (৩৩) ওরফে মনির এবং একই গ্রামের শেখ ফরিদের ছেলে বরকত উল্লাহ (২০)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা পিস্তলের গুলি, ৩৬ পিস ইয়াবা ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিবপুর উপজেলার উত্তর কারারচর গ্রামে আসামির বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ধৃত আসামিরা নিজ বাড়িতে অবস্থানকালে তাদেরকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন।

আরও পড়ুন: তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এ বিষয়ে র‌্যাব কমান্ডার জুয়েল রানা জানান, গ্রেপ্তারকৃত মনির হোসেনের বিরুদ্ধে রায়পুরা ও শিবপুরসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ১০টি মামলা রয়েছে। পরে তাদেরকে শিবপুর মডেল থানায় অস্ত্র ও মাদক মামলায় হস্তান্তর করা হয়েছে।