নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানের বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:০১ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পতন ও ছাত্র-জনতার বিজয়” দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার, (০৬ আগস্ট) র‍্যালিটি শহরের কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। এতে বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বিএমএসএফের মানববন্ধন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। তিনি বলেন,

“গণঅভ্যুত্থান মানেই জনগণের জাগরণ। জুলাইয়ের এই বিজয় শুধু ছাত্রদের নয়, গোটা জাতির জয়। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন বিজয়ের বার্তা এনেছে।”

আরও পড়ুন: টঙ্গীতে ভ্রমণব্যাগে পলিথিনে মোড়ানো আট খন্ড লাশের পরিচয় মিলেছে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“জুলাই আন্দোলন আমাদের মুক্তির পথ দেখিয়েছে। যারা দেশের গণতন্ত্র হরণ করেছে, তাদের বিচার একদিন হবেই।”

এছাড়াও জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার করেন।