সাবেক সিএমপি কমিশনার সাইফুল ও ও পুলিশ সুপার ইমন আটক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম এবং রাজশাহী পুলিশ একাডেমির পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর চন্দনাইশ থানায় এক ছাত্র হত্যাকাণ্ডের ঘটনায় সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযান চালিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই হত্যাকাণ্ডটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িত বলে জানা গেছে। সিএমপির অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলামকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয় এবং সিএমপির একটি দল তাকে চট্টগ্রামে নিয়ে আসছে। সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর পুলিশের ৩২তম কমিশনার ছিলেন এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।
অন্যদিকে, রাজশাহী পুলিশ একাডেমির এসপি তানভীর সালেহীন ইমনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গ্রেপ্তার করে। তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা এবং একাধিক পুরস্কৃত পুলিশ কর্মকর্তা ছিলেন। এর আগে তিনি কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে ২৭ বার পুরস্কৃত হন। সম্প্রতি তিনি রাজশাহী পুলিশ একাডেমিতে পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
সূত্রে জানা গেছে, এ দুটি গ্রেপ্তারের ঘটনায় পুলিশ বাহিনীতে নতুন আলোচনা শুরু হয়েছে এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে শিগগিরই নতুন তথ্য জানানো হবে ।