কোম্পানীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ঘনফুট অবৈধ পাথর জব্দ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:২১ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী উৎমাছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ২ লাখ ঘনফুট অবৈধভাবে মজুদ করা পাথর জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

আরও পড়ুন: বিমানবাহিনীতে আসছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান

বিজিবির সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, “৪৮ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় সম্পদ সংরক্ষণে কাজ করছে। উৎমাছড়া এলাকা প্রাকৃতিকভাবে বালু-পাথরে সমৃদ্ধ এবং পর্যটন এলাকা হিসেবে পরিচিত। তবে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচারের চেষ্টা করে আসছে। কঠোর নজরদারি ও টহল কার্যক্রমের কারণে এসব পাচার কার্যক্রম ব্যর্থ হচ্ছে।”

জব্দ করা পাথর নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন: গৃহকর্মী নিয়োগে পরিচয় নিশ্চিত করার আহ্বান ডিএমপি কমিশনারের