নীতিমালা অনুযায়ী পরিদর্শকদের বাছাই চলছে

থানার ওসি নিয়োগে ফিট লিস্ট তৈরিতে ৭ সদস্যের কমিটি গঠন

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৪ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নীতিমালা অনুযায়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগে ফিট লিস্ট তৈরিতে পুলিশ সদর দপ্তর একজন অতিরিক্ত আইজিপিকে প্রধান করে ৭ সদস্যের সিলেকশন কমিটি গঠন করেছে। পুলিশের আইজিপি বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে এই সিলেকশন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এইচআরএম। সদস্য করা হয়েছে পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন, ডিআইজি এইচআরএম, অতিরিক্ত ডিআইজি অপারেশন, এআইজি আরএনসিপি-২, এআইজি পিআইও এবং এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-২।

আদেশে বলা হয়, গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত পুলিশ পলিসি ফোরামের সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক থানার অফিসার নিয়োগের নীতিমালা প্রণয়ন এবং উপযুক্ত কর্মকর্তাদের বাছাই করে পরিদর্শকদের ফিট লিস্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩ জুলাই এক আদেশে পুলিশ সদর দপ্তর থানার অফিসার ইনচার্জ নিয়োগে ২২ দফা নীতিমালা জারি করে। নীতিমালা অনুযায়ী সিলেকশন কমিটি নিরস্ত্র পরিদর্শকদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ফিট লিস্ট সিলেকশন করবে।

আরও পড়ুন: আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি হিসেবে নিয়োগ নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে পুলিশের সব ইউনিটে চিঠি পাঠানো হয়।

সেখানে বলা হয়েছে, আর্থিক অনিয়ম বা নৈতিক স্খলনজনিত কারণে কোনো পরিদর্শক (নিরস্ত্র) পুরো চাকরিজীবনে একটি গুরুদণ্ড পেলেও তিনি ওসি হিসেবে পদায়নের অযোগ্য বিবেচিত হবেন। কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাকে একই থানায় দ্বিতীয়বার ওসি করা যাবে না। ওসি হিসেবে ফিট লিস্টভুক্ত হওয়ার জন্য পরিদর্শক (নিরস্ত্র) পদে ন্যূনতম তিন বছর চাকরি করতে হবে। ফিট লিস্টভুক্ত কর্মকর্তাকে তাঁর নিজের এবং স্ত্রী বা স্বামীর জেলা বাদে অন্য জেলায় ওসি হিসেবে পদায়ন করা যাবে। তবে ৫৪ বছরের বেশি বয়সী কোনো পরিদর্শককে ওসি করা যাবে না।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে অযথা ভিড় না করার জন্য পুলিশের অনুরোধ

পদায়নের ক্ষেত্রে এইচএসসি/সমমান বা তদূর্ধ্ব পরীক্ষায় উত্তীর্ণ পরিদর্শকদের অগ্রাধিকার দেওয়া হবে।

পরিদর্শক পদে দুই বা ততোধিক দণ্ড এবং পুরো চাকরিকালে তিন বা ততোধিক গুরুদণ্ডপ্রাপ্ত হলে ওসি হিসেবে পদায়নের অযোগ্য হবেন।

এ ছাড়া কোনো থানায় ওসি হিসেবে পদায়নের আগের এক বছরের মধ্যে লঘুদণ্ড বা দুই বছরের মধ্যে গুরুদণ্ডপ্রাপ্ত হলে তাকেও থানায় পদায়ন করা যাবে না। থানায় ফিট লিস্টভুক্ত একাধিক পরিদর্শক থাকলে জ্যেষ্ঠতমকে প্রযোজ্য শর্তাবলি পূরণ সাপেক্ষে ওসি হিসেবে পদায়ন করা হবে।

নীতিমালায় রয়েছে, পরিদর্শক (তদন্ত/অপারেশনস) পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে ধারাবাহিকভাবে একই থানার ওসি করা যাবে না।

তবে অন্য কোনো থানা/ইউনিটে ন্যূনতম ছয় মাস চাকরি করার পর তাকে পদায়ন করা যাবে। কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাকে একই থানায় দ্বিতীয়বার ওসি করা যাবে না। ওসি হিসেবে দুই বছর চাকরির পর অন্যত্র বদলি করা যাবে। এক্ষেত্রে একই থানায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ তিন বছর চাকরির সুযোগ থাকবে। কোনো থানার ওসিকে ১৮ মাসের আগে অন্যত্র বদলির প্রয়োজন হলে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি/পুলিশ কমিশনাররা নিজ অধিক্ষেত্রের মধ্যে বদলি, প্রত্যাহার বা সংযুক্ত করতে পারবেন।

এক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতির প্রয়োজন হবে না।

এদিকে ওসি হিসেবে সর্বোচ্চ চারটি থানা বা ছয় বছর দায়িত্ব পালন করলে (যেটি আগে ঘটে) পরবর্তীতে তিনি আর ওসি হিসেবে পদায়নের জন্য বিবেচিত হবেন না। একটি থানার কর্মকাল গণনায় ন্যূনতম ছয় মাস ধারাবাহিকভাবে চাকরি করতে হবে। তবে কোনো অভিযোগ/বিচ্যুতির প্রমাণসহ প্রতিবেদনের ভিত্তিতে ছয় মাসের আগে প্রত্যাহার হলে ওই থানা গণনার জন্য বিবেচিত হবে। সর্বশেষ কর্মস্থল/জেলা পুলিশ/ইউনিটে ওসি হিসেবে পদায়ন বা বদলি করা যাবে না। ওসি পদায়নের লক্ষ্যে ফিট লিস্টভুক্ত হওয়ার পর ‘পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স (পিএসএমসি)’ সম্পন্ন করতে হবে। কোনো কর্মকর্তাকে ওসি হিসেবে পদায়নের ক্ষেত্রে তার প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন করা হবে। পিইটিতে উত্তীর্ণ হওয়ার শর্ত প্রয়োজন নেই, তবে ফিট লিস্ট করার ক্ষেত্রে কর্মকর্তাদের শারীরিক সক্ষমতার প্রতি লক্ষ্য রাখতে হবে। ওসি পদায়নের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের এসিআর-এ গড়ে ন্যূনতম ৮০ নম্বর থাকতে হবে। তবে বিগত তিন বছরের এসিআর-এ কোনো ‘বিরূপ মন্তব্য’ থাকলে ওসি হিসেবে পদায়নের অযোগ্য বিবেচিত হবেন।

ফিট লিস্টভুক্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতার ক্রমানুসারে ওসি হিসেবে পদায়ন করা হবে। ওসি হিসেবে পদায়নের জন্য পরিদর্শক পদে গ্রুপ-৩ এর যে কোনো ইউনিট বা গ্রুপ-৪ এর ৬ থেকে ১০ নম্বর ক্রমিকে বর্ণিত ইউনিটে ন্যূনতম ১ বছর চাকরি করতে হবে।

গ্রুপ-১ এ রয়েছে: ডিএমপি, সিএমপি, কেএমপি, আরএমপি, বিএমপি, এসএমপি, জিএমপি, আরপিএমপি ও রেলওয়ে পুলিশ।

গ্রুপ-২ এ রয়েছে: ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট রেঞ্জ।

গ্রুপ-৩ এ রয়েছে: বিপিএ, পিএসসি, পিটিসি টাঙ্গাইল, পিটিসি খুলনা, পিটিসি নোয়াখালী, পিটিসি রংপুর, টিডিএস, এএসটিসি, আইএসটি, প্রশিক্ষণ, এপিবিএন, র‍্যাব ও এসপিবিএন।

গ্রুপ-৪ এ ছয় থেকে ১০ নম্বর ক্রমিকে রয়েছে: আইপি, এমআরটি, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ।

ফিট লিস্টভুক্ত পরিদর্শককে গ্রুপ-১ বা ২ এর যে কোনো একটির ইউনিটের সর্বোচ্চ তিনটি থানায় ওসি হিসেবে পদায়ন করা যাবে।