বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে অযথা ভিড় না করার জন্য পুলিশের অনুরোধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৬ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে অযথা ভিড় না করার জন্য সাধারণ জনগণকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার রাতের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ভোট শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে গণনা কার্যক্রম শুরু হয়। গণনার সময় প্রবেশপথগুলোতে বিপুলসংখ্যক উৎসুক জনতা জড়ো হতে থাকেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অযথা ভিড় এড়াতে সাধারণ জনগণকে পুলিশ সচেতন করছে।

আরও পড়ুন: থানার ওসি নিয়োগে ফিট লিস্ট তৈরিতে ৭ সদস্যের কমিটি গঠন

ডিএমপি বলেছে, ভোট গণনা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং গণনার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রয়োজন ছাড়া প্রবেশপথে ভিড় না করার প্রতি সবাইকে দৃষ্টি রাখতে হবে।জড়ো হতে থাকেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অযথা ভিড় এড়াতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।