বাউফলে মা-মেয়েকে কুপিয়ে আহত করার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: বগা ফেরিতে চলছে বকশিশ বাণিজ্য!
আহতরা হলেন- শাহিনুর বেগম (৪২) ও তার মেয়ে ইয়াসমিন (১২)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল কচুয়া গ্রামের হারুন খান ও শাহজাহান সরদারের সাথে। দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে থাকা গাছ থেকে লোকজন নিয়ে শতাধিক নারিকেল নিয়ে যান শাহজাহান সরদার। এ সময় বাধা দিতে গেলে হারুন খানের বোন শাহিনুর বেগমকে কুপিয়ে জখম করে তারা। চিৎকার শুনে তার মেয়ে ইয়াসমিন ঘটনাস্থলে দৌড়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। প্রতিবেশীরা উদ্ধার করে মা ও মেয়েকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও পড়ুন: চায়ের দোকানি দিয়ে চলছে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ
আহত শাহিনুর বেগমের ভাই গ্রাম পুলিশ হাবিবুর রহমান বলেন, আদালতের রায় উপেক্ষা করে লোকজন নিয়ে শাহজাহান তাদের জমি জবর দখল করতে চায়।
অভিযোগ অস্বীকার করে শাহজাহান সরদার বলেন, এমন কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেনি।
বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।