ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:০১ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে শতভাগ অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির কোনো তথ্য আসেনি। আমরা সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও যৌক্তিক দিক বিবেচনা করেই সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করেছি।”

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে হাওর ধ্বংসের অভিযোগ জ্বালানি উপদেষ্টার

নির্বাচন কমিশনার আরও জানান, ভোটারসংখ্যার ভিত্তিতে জেলা পর্যায়ে গড় ও মোট সংখ্যা নির্ধারণ করা হয়েছে। কোথাও জনসংখ্যা, কোথাও ভৌগোলিক অখণ্ডতা এবং কোথাও প্রশাসনিক বিষয়কে প্রাধান্য দিতে হয়েছে। তবে শতভাগ একইভাবে করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

ভোট অনুষ্ঠিত হবে কি না—এমন প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, “এই প্রশ্ন আমাকেও অনেকে করেন। ভোট হবে বলেই আমরা রোডম্যাপ ঘোষণা করেছি।”

আরও পড়ুন: মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ থাকবে।

সংবিধান ও বিদ্যমান আইনের মধ্যে বিভ্রান্তির বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত করা হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।