তুরস্কের বালিকেসিতে ৪.৯ মাত্রার ভূমিকম্প

ছবিঃ সংগৃহীত
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসিতে ভূমিকম্পে কেঁপে উঠেছে এলাকা। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বালিকেসির সিনদিরগি এলাকায় এবং এর গভীরতা প্রায় ৭.৭২ কিলোমিটার।
এর আগে গত মাসে একই অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় একজন নিহত হন এবং কয়েকটি ভবন ধসে পড়ে। এএফএডি স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জানিয়েছেন যে, ছোট কম্পন হলেও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থেকে সজাগ থাকা জরুরি।
আরও পড়ুন: ক্যানসারের বিরুদ্ধে যুগান্তকারী সাফল্য: রাশিয়ার ভ্যাকসিন ট্রায়ালে সফল