গ্রেফতারে বিলম্ব হলে কুমিল্লা শহর অচলের হুঁশিয়ারি শিক্ষার্থীদের
ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী ও তার মায়ের হত্যায় অভিযুক্তদের গ্রেফতার বিলম্ব হলে কুমিল্লা শহর অচলের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
আরও পড়ুন: ৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ
পরে শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এদিকে কুবির ক্যাম্পাসেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আরও পড়ুন: কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারে পরিবারের সংবাদ সম্মেলন
এ সময় কুবি শিক্ষার্থী হাসান অন্তর বলেন, কুমিল্লায় সুমাইয়া ও তার মাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সঠিক তদন্ত না হলে কুমিল্লা শহর অচল করে দেওয়া হবে।
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুনিয়া আফরোজ বলেন, আমাদের সহপাঠী ও তার মায়ের নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক এবং জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন আর কোনো পরিবার এভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, সোমবার ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।





