মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ
দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির

প্রায় দেড় মাসের বিরতির পর আবারো জনসম্মুখে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ঢাকার কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি সুস্থভাবে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ একমাসের বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। এই সময়টায় তিনি অনুভব করেছেন, জাতিকে কিছু বলার দায়িত্ব তাঁরই, যা অন্য কেউ পালন করতে পারবে না। এজন্য আল্লাহর দরবারে তিনি তৌফিক কামনা করেছিলেন।
আরও পড়ুন: আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী
নিজের অসুস্থতার ঘটনার কথা স্মরণ করে তিনি জানান, ১৯ জুলাই রাজধানীতে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান। তখন উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরে বসান, কিছুক্ষণের মধ্যে তিনি পুনরায় উঠে বক্তব্য চালিয়ে যান। সমাবেশ শেষে দ্রুত ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পরীক্ষায় তাঁর রক্তচাপ, গ্লুকোজ ও হৃদ্যন্ত্রের কার্যক্রম স্বাভাবিক ছিল এবং মস্তিষ্কে কোনো জটিলতা ধরা পড়েনি।
তিনি আরও জানান, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল। বোর্ড তাঁকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিঙ্গাপুর, ব্যাংকক বা যুক্তরাষ্ট্রে চিকিৎসার কথা ছিল, তবে তিনি বিশ্বাস করেন, আল্লাহ চাইলে জন্মভূমি বাংলাদেশেই সুস্থ হতে পারেন।
আরও পড়ুন: রাজধানীতে ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ
ডা. শফিকুর রহমান দৃঢ় কণ্ঠে বলেন, সুস্থতা-অসুস্থতা কার হাতে তা আল্লাহর হাতে। তাই তিনি বিশ্বাস করেন, আল্লাহই তাঁকে আবার জনসম্মুখে দাঁড়ানোর শক্তি দিয়েছেন। দীর্ঘ বিরতির পর তাঁর জনসম্মুখে উপস্থিতি দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি এবং রাজনৈতিকভাবে ইতিবাচক বার্তা হিসেবে গ্রহণ করা হয়েছে।