খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবি ট্রাস্টের ১১০ মসজিদে বিশেষ দোয়া
ছবিঃ সংগৃহীত
"বিএনপি চেয়ারপার্সন , সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের ‘মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনায় অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের তত্ত্বাবধানে এবি ট্রাস্ট নির্মিত ১১০টি মসজিদে শুক্রবার একযোগে জুমার সালাত আদায়ের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া তিনটি এতিমখানা ১। মন্ডল পাড়া এতিমখানা ২। পাবনার অন্ধ এতিমখানা ৩। আটুয়া এতিমখানায় তিনটি খাসি সদকা দেওয়া হয়। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সদগা প্রদান ও দোয়ায় উপস্থিতি ছিলেন।
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
এছাড়াও পাবনার প্রধান প্রধান জামে মসজিদে বিএনপি নেতাদের উপস্থিতিতে শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে ম্যাডাম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা হয়।





