বাড্ডায় সনাতন ধর্মাবলম্বীদের পরিচিতি সভায় ড. এম এ কাইয়ুম
ছবিঃ সংগৃহীত
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম বলেছেন—নির্বিগ্নে ধর্ম পালনে সর্বোচ্চ সহায়তা অব্যাহত থাকবে। সকল ধর্মের মানুষ মিলেই বাংলাদেশ; হিন্দু, মুসলিম, খ্রিষ্টানে কোন ভেদাভেদ নেই, ভবিষ্যতেও থাকবে না।
তিনি শুক্রবার দুপুরে সনাতন ধর্মাবলম্বী সচেতন নেতৃবৃন্দের পরিচিতি সভা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা-১১ আসনে মনোনীত প্রার্থীকে সমর্থন উপলক্ষে পরিচিতি অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা





