ম্যান অব দ্যা ম্যাচ বিজিবির সিপাহী খোকন মোল্লা
মালদ্বীপে কমনওয়েলথ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ

মালদ্বীপে অনুষ্ঠিত ‘১ম কমনওয়েলথ পুরুষ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫’-এ দারুণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ বীচ হ্যান্ডবল দল। আজ (১৯ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে খেলায় বাংলাদেশ দল ০৭-০৩ গোলের ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নেয়।
বাংলাদেশ দলের হয়ে বিজিবির হ্যান্ডবল দলের সিপাহী মোঃ খোকন মোল্লা, সিপাহী মোঃ আঃ রউফ, সিপাহী অনিক পারিয়াল এবং সিপাহী মোঃ নাহিদ আলী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। এর মধ্যে সিপাহী খোকন মোল্লা আবারও নৈপুণ্যের স্বাক্ষর রেখে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
আরও পড়ুন: ইন্দো প্যাসিফিক আর্মি চিফ সম্মেলনে যোগ দিতে সেনাপ্রধানের মালয়েশিয়া গমন
এর আগে, গতকাল (১৮ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে ৫৩-২৭ গোলের ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচেও খোকন মোল্লা ম্যান অব দ্যা ম্যাচের সম্মান পান।
উল্লেখ্য, ১৮-২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও সাউথ আফ্রিকা সহ মোট ছয়টি দল অংশ নিচ্ছে।