আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ কুচকাওয়াজ অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:৫০ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (ASC) ও আর্মি মেডিকেল কোর (AMC)-এর রিক্রুট ব্যাচ–২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিএন্ডএস) প্রাঙ্গণে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বেপজার নতুন নির্বাহী চেয়ারম্যান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, যিনি ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার। তিনি প্যারেড পরিদর্শন করেন এবং নবীন সৈনিকদের অভিবাদন গ্রহণ করেন।

একই দিনে ঘাটাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে অবস্থিত আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএমসিসিএন্ডএস)-এও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার।

আরও পড়ুন: ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

নান্দনিক ও শৃঙ্খলাপূর্ণ এই প্যারেডের মাধ্যমে আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের নবীন সৈনিকরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।

প্রধান অতিথিরা নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য রক্ষায় নিষ্ঠা, শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। তাঁরা নবীন সৈনিকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সৈনিক, আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণপ্রাপ্ত রিক্রুটদের পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।