গাজাবাসীর জন্য ২৯ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে জার্মানি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:০৯ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ গাজাবাসীর জন্য ২৯ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন ডলার) মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। 

আরও পড়ুন: পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদানপরিকল্পনা

মের্জ বলেন, আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করবো।

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি ভিসা বাতিল

জার্মানির এই তৎপরতা গাজার মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে এবং পুনর্গঠন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব আরও বৃদ্ধি করবে।


সূত্র: আল জাজিরার