চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ফল রকমেলন

তরমুজের মতো দেখতে রকমেলন ফলটি এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে। সহজ চাষ পদ্ধতি ও অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় কৃষকরা বেশ আগ্রহের সাথে এ চাষ করছে। নতুন এ ফল দেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান কৃষকরা। এছাড়াও রকমেলন পুষ্টিগুণে অনন্য। বিভিন্ন এন্টি-অক্সিডেন্ট সম্পন্ন এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি। যা উচ্চ রক্তচাপ, এজমা কমিয়ে দেয়। এতে উপস্থিত বেটা ক্যারোটিন ক্যান্সার রোধ করে।
জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের বেশ কিছু প্রান্তিক কৃষকরা মালচিং পদ্ধতিতে এ চাষ করে বেশ সাড়া ফেলেছেন। রক মেলন খেতে সুস্বাদু ও পুষ্টিগুণসম্পন্ন। এর বাজার সম্প্রসারিত হলে স্বল্প জমিতেই অল্প পরিশ্রমে লাভের মুখ দেখবেন বলে আশা কৃষকের।
আরও পড়ুন: সাতক্ষীরা কুলিয়ায় তরমুজ চাষ করে কৃষক আবুল খালেক স্বাবলম্বী
রকমেলন চাষি জসিম উদ্দিন বলেন, রক মেলন চাষ করে আমি সফলতা পেয়েছি। আমার দেখা-দেখি অনেক কৃষক এই চাষে আগ্রহী হচ্ছেন। স্বাদ ও রঙের কারণে রক মেলন সবার দৃষ্টি কেড়েছে। স্বল্প জমিতে কম বিনিয়োগে অধিক লাভ হওয়ায় এ ফল চাষ করে স্বাবলম্বী হওয়ার আশা জাগিয়েছে বেকার যুবকদের মধ্যেও।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, এ উপজেলায় বেশ কয়েকজন কৃষক রকমেলন বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছে। স্বল্প পুঁজি আর অল্প পরিশ্রমে রক মেলন চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হতে পারে।
আরও পড়ুন: সাতক্ষীরায় মাল্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে
জীবননগর উপজেলায় এ বছর ১১ বিঘা জমিতে রকমেলন চাষ হচ্ছে। কৃষি বিভাগ থেকে আমরা সাবিক সহযোগিতা করে আসছি।