হুমায়ূন আহমেদের লেখা জনপ্রিয় গান

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৩ | আপডেট: ৮:৪৩ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৩
হুমায়ূন আহমেদ। ছবি: সংগৃহীত
হুমায়ূন আহমেদ। ছবি: সংগৃহীত

গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন চলে গেল মাত্র ক’দিন আগে। তিনি সাহিত্য রচনার পাশাপাশি নাটক, চলচ্চিত্রও নির্মাণ করেছেন। নিজের পরিচালিত সিনেমার জন্যই বেশিরভাগ গান নিজেই লিখেছেন। তাঁর লেখা অসাধারণ গানগুলো পেয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা।

আমার ভাঙা ঘরে ভাঙা চালা

আরও পড়ুন: বাগেরহাট থিয়েটারের বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যকরী পরিষদ গঠন

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ব্যবহৃত এই গানটির সুর ও সংগীত মকসুদ জামিল মিন্টুর। গানটির দুইটি ভার্সন আছে। মূল ছবিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন। অ্যালবামে মেহের আফরোজ শাওনের কণ্ঠেও শোনা যায় এই গান। চলচ্চিত্রে গানের সাথে ঠোঁটও মিলিয়েছেন মূল নায়িকা শাওন।

একটা ছিল সোনার কন্যা

আরও পড়ুন: ‘নিরাপত্তা শঙ্কায়’ বাতিল হলো নবান্ন উৎসব

‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রের আরেকটি গান ‘একটা ছিল সোনার কন্যা’কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। গ্রামের চঞ্চল মেয়ে কুসুমের চরিত্রে শাওনের উদ্দেশ্যে এ গান গাইতে দেখা যায় সুরুজরূপী মাহফুজ আহমেদকে। এই গানেরও সুর ও সংগীত মকসুদ জামিল মিন্টুর। এই গানে কণ্ঠ দিয়ে সুবীর নন্দী ২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়ক হন। 

বরষার প্রথম দিনে

কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ‘বরষার প্রথম দিনে’ গানটি ছিল ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’ চলচ্চিত্রে। মাহফুজ আহমেদ, রিয়াজ, মেহের আফরোজ শাওন অভিনীত ‘দুই দুয়ারী’র এই গানের সুরও করেছিলেন মকসুদ জামিল মিন্টু।

মাথায় পড়েছি সাদা ক্যাপ

কণ্ঠশিল্পী আগুনের গলায় এই গানে ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। এই গানটিও ‘দুই দুয়ারী’ চলচ্চিত্রের। মকসুদ জামিল মিন্টুর সংগীতায়োজনে এই গান জুড়ে যেন জীবনের আনন্দ ফিরে পাবেন শ্রোতারা।

ও আমার উড়াল পঙ্খীরে

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রকথা’ চলচ্চিত্রে সুবীর নন্দীর কণ্ঠে শোনা ‘ও আমার উড়াল পঙ্খী রে’ গানটি দারুণ জনপ্রিয় হয়। আহমেদ রুবেল, ফেরদৌস, মেহের আফরোজ শাওন অভিনীত ‘চন্দ্রকথা’ চলচ্চিত্রে এই গানে ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। গানের সুর ও সংগীতায়োজন করেছিলেন মকসুদ জামিল মিন্টু।

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে

মকসুদ জামিল মিন্টুর সুরে, সেলিম চৌধুরীর কণ্ঠে, হুমায়ূন আহমেদের লেখা এই গান ভক্তরা পেয়েছেন ‘চন্দ্রকথা’ চলচ্চিত্রে। গ্রামের জমিদার আসাদুজ্জামান নূরের সাথে গ্রামের মেয়ে শাওনের বিয়ের পর জমিদার বাড়িতে আয়োজিত সংগীত সন্ধ্যার আলোকে চিত্রায়িত গানটিতে কণ্ঠ দিয়েছিলেন হুমায়ূন আহমেদের সরাসরি ছাত্র কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী।

চল বৃষ্টিতে ভিজি

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ এবং সাবিনা ইয়াসমিন। জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, ফেরদৌস, বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আমার আছে জল’ এর হুমায়ূন আহমেদ রচিত এই গানটি জুড়ে বাদলা দিনের আবহ তৈরি হয়েছে।

যদি মন কাঁদে তুমি চলে এস এক বরষায়

এই গানটি হুমায়ূন আহমেদের এক অসাধারণ সৃষ্টি। মেহের আফরোজ শাওনের কণ্ঠে এই গানটি পাওয়া গিয়েছিল নাটকে। এই গানের সুর ও সংগীতায়োজন এস আই টুটুলের।

ও কারিগর দয়ার সাগর… চাঁদনি পসর রাইতে যেন

চাঁদের প্রতি হুমায়ূনের অদ্ভুত এক আকর্ষণ ছিল আর তাঁর প্রমাণ তিনি দিয়েছেন বহুবার। পূর্ণিমার রাতে মরণের বাসনায় লেখা এই গানে সুর দিয়েছিলেন এসআই টুটুল, গানে কণ্ঠও দিয়েছিলেন তিনি।

বাজে বংশী

২০১২ সালে মুক্তি পাওয়া ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমায় গানটি গেয়েছেন শফি মণ্ডল ও ফজলুর রহমান বাবু। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। এই গান গ্রাম-গঞ্জে বেশ জনপ্রিয়তা পায়।

লিলুয়া বাতাস

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘এক কাপ চা’ ছবিতে এই গানটি গেয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও আঁখি আলমগীর। নায়ক ফেরদৌসের অনুরোধে প্রথমবার নিজের ছবির বাইরে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবির জন্য এই গানটি লিখেছিলেন হুমায়ূন আহমেদ।