সাইবার সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল নিরাপত্তা আইনের কপি পেস্ট: টিআইবি

ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সাইবার নিরাপত্তা আইনকেও নিবর্তনমূলক বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল নিরাপত্তা আইনের কপি পেস্ট। এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে।’ বুধবার (৩০ আগস্ট) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ইফতেখারুজ্জামান বলেন, ‘এখনও সময় আছে, অংশীজনদের সঙ্গে আলোচনা করে এটা সংশোধন করা যেতে পারে। সংসদে আইন হিসেবে পাস হয়ে গেলে এটা হবে একটা কালো আইন। খসড়া আইনটি এখন যে অবস্থায় আছে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। এতে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হবে বলে আমি মনে করি।’
তিনি বলেন, ‘যেসব কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে আমাদের উদ্বেগ ছিল, সেগুলো এখনও রয়ে গেছে। কিছুটা বাড়িয়ে-কমিয়ে শুধু খোলস পরিবর্তন করা হয়েছে।’
আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির