শহিদুল আলমসহ আটক ত্রাণকর্মীদের মুক্তি দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলায় থাকা ত্রাণকর্মীদের মুক্তি দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বুধবার (৮ অক্টোবর) এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

তাঁরা বলেন, “আলোকচিত্রী শহিদুল আলমসহ গাজা অভিমুখী গ্লোবাল ফ্লোটিলা থেকে আটককৃত সকল ত্রাণকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাঁদের মুক্তি নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনে মার্কিন মদদে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

বিবৃতিতে বলা হয়, চূড়ান্ত খাদ্য সংকট ও চিকিৎসাহীন অবস্থায় গাজার মানুষ এখন মানবেতর জীবন যাপন করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করে ত্রাণবাহী জাহাজ আটক করা ভয়ানক অপরাধ। ইসরায়েলি সেনাবাহিনীর এই পদক্ষেপ সাম্রাজ্যবাদী শক্তির মদদেই সম্ভব হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, “বিগত কয়েক দশক ধরেই মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ সহায়তায় ইসরায়েল ফিলিস্তিনের নিরস্ত্র ও বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। এই হামলায় শিশু, নারী, আশ্রয়কেন্দ্র এমনকি হাসপাতালও রেহাই পাচ্ছে না।”

আরও পড়ুন: ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতি প্রদান, আজীবন ভাতার দাবিতে রাজধানীতে বিক্ষোভ

তাঁরা আশা প্রকাশ করেন, বিশ্বের শান্তিপ্রিয় মানুষ যেভাবে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন, তা মানবতার পক্ষে নতুন সম্ভাবনা তৈরি করছে। বিবৃতিতে বলা হয়, “গ্রেটা থুনবার্গ, শহিদুল আলম এবং তাঁদের সঙ্গীদের এ দুঃসাহসিক উদ্যোগ জায়নবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ। আমরা বিশ্বের শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাই—সাম্রাজ্যবাদসৃষ্ট যেকোনো অমানবিকতা ও গণহত্যার বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে।”

প্রসঙ্গত, শহিদুল আলম যে Conscience নামের জাহাজে ছিলেন, সেটি ইসরায়েলি বাহিনী মাঝসমুদ্রে আটক করেছে বলে তিনি আজ (৮ অক্টোবর) সকালে এক ভিডিও বার্তায় জানান।