ফিল্মি স্টাইলে র্যাব পরিচয়ে জিম্মি করে কোটি টাকা ছিনতাই
রাজধানীর উত্তরা এলাকায় ফিল্মি কায়দায় র্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে মাইক্রোবাসে করে আসা ছিনতাইকারীরা র্যাবের পোশাকে সজ্জিত হয়ে অস্ত্রের মুখে নগদ এজেন্টের কাছ থেকে ১ কোটি ৮ লাখ ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আরও পড়ুন: সৌদি আরব থেকে আউট পাস যাত্রীদের ব্যাগেজে চুরির অভিযোগ, ঢাকায় ক্ষোভ
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর বরাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ বলছে, র্যাবের পোশাক পরিহিত ও পরিচয়ে কালো মাইক্রোবাসে করে এসে আকস্মিকভাবে দুটি মোটরসাইকেলের চারজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। যারা নগদ এজেন্টের নিকটস্থ বাসা থেকে ওই টাকা বহন করে ডিস্ট্রিবিউটর কার্যালয়ে আনছিলেন।
সেখান থেকে আজ শনিবার (১৪ জুন) নগদের ডিস্ট্রিবিউটর অফিসের চারজন মোটরসাইকেলযোগে ওই টাকা আনছিলেন। মোড়েই একটি হায়েস গাড়ি নিয়ে ওঁৎ পেতে ছিল ছিনতাইকারীরা। র্যাব সদস্য পরিচয়ে ও র্যাবের কটি পরিহিত কয়েকজন তাদেরকে অস্ত্রের মুখে আটকায়। চারজনের মধ্যে কাউসার, লিয়াকত ও আব্দুর রহমান নামে তিনজনকে পিস্তল দেখিয়ে জিম্মি করে টাকার ব্যাগসহ হায়েস গাড়িতে ওঠানো হয়। বাকিজন ওমর হোসেন লাখের বেশি টাকার আরেকটি ব্যাগসহ দৌড়ে পালাতে সক্ষম হয়। এরপর ছিনতাইকারীরা নগদের প্রতিনিধিদের উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়।
আরও পড়ুন: মতিঝিলে ওএমএস পণ্য কালোবাজারির সময় ডিলারসহ দুজন আটক
পুলিশ জানতে চাচ্ছে, বন্ধের দিনে কেন এত অঙ্কের টাকা বাসা থেকে অফিসে নেওয়া হচ্ছিল এবং টার্গেট কেন কেবল একটি মোটরসাইকেলই হলো।
ডিসি মহিদুল ইসলাম বলেন, অনেক সময় এ ধরনের ঘটনায় ভেতর থেকেই তথ্য বাইরে যায়। আমরা সেটি মাথায় রেখেই তদন্ত করছি।
ছিনতাই হওয়া টাকার প্রকৃত অঙ্ক, জড়িতদের পরিচয় ও ঘটনায় কোনো প্রকার ‘ভিতরের লোক’ জড়িত কি না, তা জানতে পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ছিনতাইকারীদের শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে।





