তিন দফা দাবি
সরকারকে সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টিমেটাম

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা দেওয়াসহ তিন দফা দাবি পূরণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারকে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, সোমবার (১৩ অক্টোবর) মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।
রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচিতে যোগ দিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন,
আরও পড়ুন: ফুটকোর্ট স্থাপনে ডিএনসিসির ৬ সদস্যের কমিটি গঠন
আমাদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সোমবার থেকে সারাদেশের সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।
অধ্যক্ষ আজিজী আরও বলেন, “আমাদের দাবি কোনো বিলাসিতা নয়, ন্যায্য অধিকার। মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের রূপরেখা ঘোষণা করতে হবে।
আরও পড়ুন: মালিবাগের ফরচুন মলে জুয়েলারি দোকানে চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার উধাও
এদিকে কর্মসূচি চলাকালীন এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে যায়। তারা অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
প্রতিনিধি দলে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীসহ অন্যান্য যুগ্ম আহ্বায়করা।
বর্তমানে দেশে ২৯ হাজার ১৬৪টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ২০ হাজার ৪৩৭টি স্কুল ও কলেজ। এসব প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারী কর্মরত। এমপিও বা ‘মান্থলি পে অর্ডার’ ব্যবস্থার আওতায় তারা প্রতি মাসে সরকারি বেতনের অংশ এবং ভাতা পান।