মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ড
রাজধানীর বিভিন্ন এলাকায় মধ্যরাতে পরপর চারটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত যাত্রাবাড়ী, রায়েরবাগ, উত্তরা খালপাড় ও বসুন্ধরা গেট এলাকায় তিনটি বাস এবং একটি প্রাইভেটকারে আগুন লাগানো হয়। তবে কোন ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন জানান, রাত ১২টা ৫৪ মিনিটে রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে প্রথম আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: কাকরাইল গির্জায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগে। দুটি ইউনিট আড়াইটার মধ্যে আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বাসে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এর কিছু পর রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন ধরা পড়ে। ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: হঠাৎ রাজধানীতে দুটি বাসে আগুন
সবশেষে ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদের খালপার এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগানো হয়। ফায়ার সার্ভিসের ইউনিট ৪টা ২০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।
ঘটনাগুলোর সময় তিনটি বাসই সড়কের পাশে পার্ক করা ছিল এবং চালক বা কর্মচারীরা কেউ ভেতরে ছিলেন না। এ কারণে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে পরপর আগুন লাগার ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।





