রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, ১৫ নেতাকর্মী আটক
রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার (১২ নভেম্বর) রাতে একাধিক বিস্ফোরণ ও রাজনৈতিক কর্মসূচির উত্তেজনা ছড়িয়েছে। ফার্মগেট, টিএসসি, পল্লবী ও সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রাত ১১টার দিকে ফার্মগেটের কারওয়ান বাজারমুখী ফুটওভার ব্রিজের সামনে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের অন্তত ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শুরু হওয়ার আগেই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের ঘিরে ফেলে আটক করে।
আরও পড়ুন: মতিঝিলে ওএমএস পণ্য কালোবাজারির সময় ডিলারসহ দুজন আটক
এর আগে রাত ৮টার দিকে পল্লবীর ঈদগাহ মাঠে জুলাই-আগস্ট আন্দোলন প্রামাণ্যচিত্র প্রদর্শন চলাকালে দুই দফা বিস্ফোরণ ঘটে। অনুষ্ঠানটি আয়োজন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পল্লবী থানার ওসি রফিকুর রহমান বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি চলছিল। কে বা কারা দুইটি পটকার বিস্ফোরণ ঘটায়। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। ককটেল নয়, এটি পটকা ছিল। অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি।
আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন
রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে গুমবিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছিল।
এতে জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) নামের এক ব্যক্তি আহত হন। তিনি মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত। উপস্থিত শিক্ষার্থীদের ধারণা, ককটেল দুটি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে নিক্ষেপ করা হয়।
রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা সার্ক ফোয়ারা মোড়ে দুটি ককটেল নিক্ষেপ করে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন বলেন, বিস্ফোরণের খবর পেয়েছি, তবে স্থানটি কলাবাগান থানার এলাকায় পড়েছে বলে মনে হচ্ছে।
কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম জানান, এটি তেজগাঁও থানার এলাকা। তবুও আমাদের টিম ঘটনাস্থলে আছে। দুষ্কৃতকারীদের ধরতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে মিরপুরে ককটেল ছুড়তে গিয়ে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।





