কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে সব পুড়লেও অক্ষত রইল কোরআন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার বিধ্বংসী অগ্নিকাণ্ডে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুনে হাজারো মানুষের ঘরবাড়ি, দোকানপাট, আসবাবপত্র এবং প্রয়োজনীয় সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গেলেও বিস্ময়ের বিষয়—অক্ষত রয়েছে মসজিদ ও পবিত্র কোরআনের কপিগুলো।

স্থানীয়দের বরাতে জানা যায়, আগুন প্রবল শক্তিতে চারদিকে ছড়িয়ে পড়লেও মসজিদটি আগুনের মূল ধারা থেকে কিছুটা দূরে থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি। চারপাশের ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হলেও মসজিদ এবং তার ভেতরে থাকা কোরআন শরিফগুলো অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ দৃশ্য দেখে অনেকেই একে আল্লাহর বিশেষ রহমত বলে অভিহিত করছেন।

আরও পড়ুন: মতিঝিলে ওএমএস পণ্য কালোবাজারির সময় ডিলারসহ দুজন আটক

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার পরে স্থানীয় কমিউনিটি ও বিভিন্ন ইসলামিক সংগঠনের সদস্যরা মসজিদে ছুটে গিয়ে পবিত্র কোরআন ও ধর্মীয় সামগ্রীগুলো নিরাপদে সরিয়ে রাখেন। অক্ষত কোরআন দেখে বহু মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এদিকে ভয়াবহ এই দুর্যোগে হাজারো পরিবার নিঃস্ব হয়ে পড়ায় জরুরি খাদ্য, আশ্রয় ও দ্রুত পুনর্বাসনের দাবি উঠেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ইতোমধ্যে মাঠে নামলেও প্রয়োজনের তুলনায় তা বেশ কম বলে জানাচ্ছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন