রাঙামাটিতে এপিবিএনের অভিযানে মাদক মামলার আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১ এপিবিএন) রাঙামাটিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: শীশা বারে হত্যাকাণ্ডের জেরে চাঁদার হার দ্বিগুন করেছেন বনানী থানার ওসি
গ্রেপ্তার আসামির নাম মো. খোরশেদ আলম টুকু (২৫)। তাঁর কাছ থেকে ১০টি ইয়াবা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে এর আগেও মাদকের আটটি মামলা রয়েছে।
এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ এপিবিএনের একটি দল রাঙামাটির কোতোয়ালি থানা এলাকায় ১৪ নভেম্বর বেলা পৌনে তিনটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি ইয়াবাসহ খোরশেদকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: এসপি হতে ৫০ লাখ টাকা ঘুষের অভিযোগে পুলিশ সুপারকে দণ্ড





