বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের প্রধান খায়রুল বাশার বাহারের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:০১ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস-এর স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে।অভিযুক্ত খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫) এর ৪(২) ও ৪(৪) ধারায় মামলা রুজু করা হয়।

পরবর্তীতে ১৪ জুলাই ২০২৫ তারিখে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি আদালতে সোপর্দ করে। তদন্তে বেরিয়ে আসে, প্রতারণার অর্থ দিয়ে তিনি ১২২.৪৫ শতাংশ জমি ক্রয় করেছেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪২.৮৫ কোটি টাকা।

আরও পড়ুন: জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ সকল ধর্ষকের বিচারের দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ

সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত তার নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন। তদন্তে আরও জানা যায়, নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয় দিলেও তিনি আসলে সংঘবদ্ধ প্রতারক চক্রের সহায়তায় বিপুল সম্পদের মালিক হয়েছেন। বর্তমানে তার নামে দেশের বিভিন্ন স্থানে আরও স্থাবর ও অস্থাবর সম্পদের অনুসন্ধান চলছে।