গোবিন্দগঞ্জে কামরাঙ্গার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, অভিযোগ দায়ের
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার গ্রামে সুমন মিয়া (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে কামরাঙ্গা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশি এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা গত রোববার দিবাগত রাতে সুমন মিয়াকে (২৫) আসামী করে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিত শিশুর পিতা রমজান আলী। অভিযুক্ত সুমন মিয়া একই গ্রামের প্রতিবেশি মোখলেছার রহমানের পুত্র ।
শিশুটির মা রাশিমা বেগম জানান, গত বুধবার বেলা ১১ টার দিকে স্থানীয় জামে মসজিদের সামনে ধান শুকাচ্ছিলেন তিনি। এই সুযোগে সুমন মিয়া তার পাঁচ বছরের শিশু রিফা মনিকে কামরাঙ্গা দেওয়ার কথা বলে প্রলোভিত করে নিজ বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই সুমন মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ৫দিন চিকিৎসা অন্তে শিশুটি সুস্থ হওয়ার পর গোবিন্দগঞ্জ থানায় এই অভিযোগ দেওয়া হয়। থানায় মামলা দেওয়ার খবর শুনে সুমন মিয়া পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ঢাকার ৪ গুরুত্বপূর্ণস্থানে চোরা গুপ্তা ককটেল হামলায় আতঙ্ক তৈরি
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় রমজান আলীর সাক্ষরিত একটি আভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাকিবুলকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





