মোহাম্মদপুরে ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে কামরাঙ্গার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, অভিযোগ দায়ের
মৃত সাব্বির মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি চন্দ্রিমা মডেল টাউনের ১০ নম্বর রোডের বি-ব্লকের একটি বাসায় থাকতেন।
সাব্বিরের রাজনৈতিক সহকর্মী আকাশ জানান, রুমমেট বাবু ফোন করে জানায় সাব্বির দরজা খোলেননি। পরে আকাশ বাসায় গিয়ে দরজা ভেঙে দেখেন সাব্বির হাত বাঁধা অবস্থায় ফ্লোরে পড়ে আছেন এবং ফ্যানের সঙ্গে একটি রশি ঝুলছে। এরপর আশপাশের সবাইকে খবর দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: ঢাকার ৪ গুরুত্বপূর্ণস্থানে চোরা গুপ্তা ককটেল হামলায় আতঙ্ক তৈরি
ওই বাসার অতিথি সোহেল বলেন, “গতকাল আমি এখানে এসেছিলাম। সকালে আমরা দুজনে নাস্তা করার কথা বলেছিলাম। পরে দেখা যায়, দরজা খোলা নেই। আকাশ ভাই এসে দরজা ভেঙে দেখেন সাব্বির ফ্লোরে পড়ে আছেন। গলায় দাগ রয়েছে।”
সাব্বিরের মৃত্যুর খবরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোহরাওয়ার্দী হাসপাতালে তার বড় ভাই আব্দুল আজিজ বলেন, “ঘটনার বিষয়ে কিছুই জানি না। লাশ উদ্ধার হয়েছে শুনে এসেছি। সাব্বির একাই মোহাম্মদপুরে থাকতেন। পরিবারের সবাই যাত্রাবাড়ীতে থাকি। তিনি হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা শেষে কিছুদিন চাকরিও করেছেন।”
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে হাত বাঁধা ছিল এবং গলায় দাগ রয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে।”





