মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন
মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ধারণা করছে, এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আরও পড়ুন: ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসভবনে থাকা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটির বিস্ফোরণের কারণে আগুনের ঘটনা ঘটতে পারে। আগুনে বাসভবনের ডাইনিং স্পেসে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। ওই বাসভবনে একাই ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাসভবনে এসে দেখি আগুন জ্বলছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।”
আরও পড়ুন: দৌলতপুরে মোল্লা পরিবারের পিতা পুত্রের সিন্ডিকেট
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের কার্যক্রম চলছে। তিনি ধারণা করছেন, এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দীন বলেন, ঘটনার সময় পুলিশ সুপার অফিসে ছিলেন। ওই সময় বাসভবনে কেউ না থাকায় কোনো ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে ওই কক্ষের বেশিরভাগ জিনিসপত্র আগুনে পুড়ে গেছে।





