কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দিল সরকার

সরকার কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে। সম্প্রতি স্থানীয় বাজারে মরিচ ও টমেটোর দাম বেড়ে যাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
কৃষি মন্ত্রণালয় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।
আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা
রবিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় ৩০টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার ৬০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।
এছাড়া ৬৮টি কোম্পানিকে ৫৫ হাজার ৬০০ মেট্রিক টন টমেটো আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, আজ রাজধানীর বিভিন্ন বাজারে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৪০ থেকে ৩০০ টাকায়। যা এক মাস আগে ছিল ৮০-১৬০ টাকা। এ সময়ের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১২৫ শতাংশ।
তবে ১৯ জুন পর্যন্ত ১৫ দিনে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ আমদানি হলেও খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি । আমদানি করা পেঁয়াজের দাম কম হলেও সেটি সব বাজারে মিলছে না।