১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ হবে ৬০ দিন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৬তম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করেছিল এক বছর সময় লাগিয়ে। এবার আর এমনটা ঘটবে না। সদ্য শেষ হওয়া ১৭তম নিবন্ধন পরীক্ষার ফল সর্বোচ্চ ৬০ দিনে প্রকাশের টার্গেট নিয়েছে এনটিআরসিএ।
এনটিআরসিএ’র টার্গেট অনুযায়ী আগামী জুলাইয়ের প্রথম দিকে ১৭তম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ হবে। সারাদেশের লাখের বেশি প্রার্থী গত শুক্রবার ও শনিবার এই পরীক্ষায় বসে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু
এ বিষয়ে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘এই পরীক্ষার ফল সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে প্রকাশের বিধান রয়েছে। সেই বিধান মানার কথা মাথায় নিয়ে কাজ করে যাচ্ছি। নানান সমস্যার কারণে হয়তো ৪৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা অসম্ভব হবে। তাই যেন ৬০ দিন পেরিয়ে না যায় তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এনটিআরসিএ সচিব বলেন, আমাদের কাছে দেশের বিভিন্ন বিভাগীয় শহরের কেন্দ্রগুলো থেকে পরীক্ষার খাতা আসা শুরু হয়েছে। এসব খাতা খুব দ্রুত সময়ে পরীক্ষকদের কাছে পৌঁছবে। পরীক্ষকদের সেগুলো দেখা শেষ হলে ফেরত এনে ফলাফল তৈরি করা হবে। এই কাজগুলোতে অনেক সময় চলে যাবে। খাতা দেখা শেষ করা এবং ফলাফল প্রক্রিয়া করায় কত সময় লাগবে সেটি এখনই বলা সম্ভব না। আমরা আশা করছি, এবার ফল প্রকাশ অবশ্যই বিধির বাইরে অর্থ্যাৎ ৬০ দিনের বাইরে যাবে।
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ বাতিলের প্রতিবাদে নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সন্মেলন
এ বছর গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ চার হাজারের বেশি প্রার্থী।