ব্রাহ্মণবাড়িয়ায় দিন ব্যাপী আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা

নুসরাত জাহান জেরিন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা ২০২৩ আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে। এ আর ডি ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহায়তায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে এ বিজ্ঞান মেলায় ৩০ টি স্টলে জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা অংশ গ্রহণ করে।
মেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ আরডির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক মীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডাঃ আকরামউল্লাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড, মোঃ লোকমান হোসেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ চক্রবর্তী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য্য প্রমুখ, আল আমীন শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এ আরডির সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস, ধন্যবাদ জানান এ আরডির নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বাসুদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামাল উদ্দিন।
আরও পড়ুন: শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান
তিন পর্বে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক আনুষ্ঠানিকতা ও মেলায় ৩০ টি স্টলে বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রজেক্ট প্রদর্শন করেছে। মেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়েছে।