‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’র স্বীকৃতি দাবিতে আজও চলছে শিক্ষার্থীদের অনশন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৯:১৪ পূর্বাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৫
আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। ছবিঃ সংগৃহীত
আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সড়কে জুমার নামাজ আদায়ের ঘোষণা দিয়েছেন তারা। 

গতকাল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ৩টার দিকে তিতুমীর ঐক্যের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: নবীনদের র‌্যাগিংয়ের দায়ে জবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

এদিকে রাত ৪টায় সড়ক ছেড়ে দিয়ে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা। এতে মহাখালী থেকে গুলশান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

অনশনরত শিক্ষার্থীরা জানান, তাদের অনশনের ২৪ ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি এসেছিলেন। কিন্তু তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেননি। কারও মুখের কথা তারা বিশ্বাস করেন না। যতক্ষণ পর্যন্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। ফের সড়ক অবরোধ করে অবস্থান নেবেন তারা।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১১ সেপ্টেম্বর (জাকসু) নির্বাচন

এর আগে বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তিতুমীর ঐক্যের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বলেন, গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে থেকে অনশন শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন চলবে।  আমরা ৭ দফা দাবি জানিয়েছি। সেগুলো হচ্ছে —

১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।

৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুইটি বিষয় ‘আইন’ এবং ‘জার্নালিজম’ বিষয় সংযোজন করতে হবে।

৫. অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।

৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।

শিক্ষার্থীদের থেকে জানাযায়, অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।