জবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ চলতি সপ্তাহে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সব ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। তবে রেজাল্ট প্রকাশিত হয়েছে শুধুমাত্র ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ)। অন্য চার ইউনিটের ফলাফল চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৩ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট অনুষদের ডিন প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আজ সকাল ১০টায় সবগুলো ইউনিটের ডিন ও সংশ্লিষ্ট কমিটির সাথে একটি মিটিং ডাকা হয়েছে। তবে আজই সবগুলো ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে, এমন নিশ্চয়তা দিতে পারছি না। আশা করছি, এই সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের কাজ সম্পন্ন হবে।’
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুর মোর্শেদ ভূঁইয়া বলেন, 'সি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ফলাফল সম্পূর্ণ প্রস্তুত। শুধু ওয়েবসাইটে আপলোড করার কাজ বাকি আছে। উপাচার্য মহোদয়ের বিদেশ সফর থেকে ফেরার অপেক্ষায় ছিলাম। আজ উপাচার্য মহোদয়ের সাথে মিটিং শেষে দুপুরেই 'সি' ইউনিটের ফলাফল প্রকাশিত হবে। 'সি' ইউনিটের ফলাফল শিফট ভিত্তিক প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, আমরা আমাদের ইউনিটের রেজাল্ট জমা দিয়েছি। সবার স্বাক্ষর নিয়ে কেন্দ্রিয় কমিটি রেজাল্ট প্রকাশ করবে। আজ মিটিং এরপর সিদ্ধান্ত হবে কখন 'ডি' ইউনিটের ফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ বাতিলের প্রতিবাদে নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সন্মেলন
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা জলি বলেন, আমার ইউনিটের ফলাফল প্রকাশের কাজ শেষের দিকে। আজ আমরা বসে সিদ্ধান্ত নেব কখন প্রকাশিত হতে পারে।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারী 'ই' ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবার ভর্তি পরীক্ষা শুরু হয়। ১৪ই ফেব্রুয়ারি, ১৫ই ফেব্রুয়ারি ও ২২ই ফেব্রুয়ারি যথাক্রম ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) এর পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরিক্ষা শেষ হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রতি ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ফল প্রকাশের কথা জানানো হলেও প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো ফলাফল প্রকাশিত হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে জানা যাবে।