জাককানইবিতে গাছ লাগাতে মাঠে নেমেছেন দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা

Sanchoy Biswas
মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ন, ২৮ মে ২০২৫ | আপডেট: ৯:১৩ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাছ লাগাতে কাস্তে-কোদাল হাতে মাঠে নেমেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলামের উদ্যোগে গাছ লাগানো কার্যক্রম শুরু হয়। বৃক্ষ রোপন-কে যুক্ত করা হয়েছে অ্যাসাইনমেন্ট হিসেবে। যা করলেই মিলবে নির্ধারিত পাঁচ নম্বর।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি একসময় ছিল নির্জন ও অনুর্বর। এখন সবুজে ছেয়ে উঠছে পুরো ক্যাম্পাস। বিদ্রোহী হলের সামনেই দাঁড়িয়ে আছে অসংখ্য গাছ। নতুন গাছে প্রথমবারের মতো ফল দেখে আবেগে আপ্লুত অনেক শিক্ষার্থী।

বৃষ্টির দিন মানেই গাছ লাগানোর উৎসব। শিক্ষার্থীরা বলছেন, এমন ব্যতিক্রমধর্মী এসাইনমেন্ট আগে কখনও করেননি। কাদা মাটিতে নেমে গাছ লাগানো, যত্ন নেওয়া এখন তাদের রুটিনের অংশ।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ বাতিলের প্রতিবাদে নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সন্মেলন

কেউ কেউ বলছেন, ‘আমাদের খাতা-কলমের এসাইনমেন্ট একদিন হারিয়ে যাবে। কিন্তু এই গাছ রয়ে যাবে স্মৃতির পাতায়। সমাবর্তনের দিন প্রিয়জনকে আমরা কৃষ্ণচূড়া উপহার দেব—এই স্বপ্ন আমরা বুনে যাচ্ছি।’

শিক্ষক তারিকুল ইসলামও হাত গুটিয়ে বসে থাকেন না। শিক্ষার্থীদের মতোই অংশ নেন বৃক্ষরোপণে। নিয়মিত খোঁজ রাখেন গাছগুলোর। বলেন, ‘সবুজ ক্যাম্পাস গড়তে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু পড়ালেখা নয়, প্রকৃতির প্রতিও আমাদের দায় আছে।’