প্রাথমিক শিক্ষকদের ফেসবুক কার্যক্রমে কড়া নজরদারি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২২ অপরাহ্ন, ১৯ জুন ২০২৫ | আপডেট: ১১:০৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত মনিটরিং টিমগুলোকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির প্রধান তাপস কুমার অধিকারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ২০১৯ সালের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণে কর্মচারীদের কার্যক্রম পরিচালিত হতে হবে। এই নির্দেশিকার আলোকে শিক্ষক ও কর্মচারীদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কর্মচারীদের বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিভাগীয় পর্যায়ে ৭ সদস্য, জেলা ও উপজেলা/থানা পর্যায়ে ৬ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে। এসব টিম প্রতিমাসে সভা আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া, উল্লেখযোগ্য বিষয়সমূহ চিহ্নিত করে বিভাগীয় সমন্বিত রিপোর্ট তৈরি করে তা সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির নিকট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দ: প্রশ্ন তুললেন হল সংসদের নেতারা

উল্লেখ্য, ইতোমধ্যে গঠিত কমিটির দুটি সভার কার্যবিবরণী মাঠপর্যায়ে পাঠানো হয়েছে এবং বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

শিএই পদক্ষেপের মাধ্যমে প্রাথমিক শিক্ষা বিভাগে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।