রাবিতে শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা বিষয়ক বিশেষ সেমিনার ২০ জুলাই

‘উচ্চশিক্ষিত বেকার নয়, উচ্চশিক্ষিত জনশক্তি’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘এম্পাওয়ারিং ইয়ুথ ফর ইকোনমিক রেভ্যুলেশন' শীর্ষক সেমিনার আয়োজন করতে যাচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। আগামী ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ সেমিনার।
বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকাল ৪টায় সিরাজী ভবনের ৪০৫ নং কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেমিনারের বিষয়ে লিখিত বক্তব্যে সাংবাদিকদের এসব কথা জানান আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবু রেজা।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।
সেমিনারের টেকনিক্যাল সেশনে Rajshahi University business idea competition (RUBiC) এবং ন্যাশনাল সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবেন রাবি আইকিউএসি -এর পরিচালক ড. মো. আবু রেজা। তরুণ উদ্যোক্তাদের উদ্দীপ্ত করবেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী। এছাড়াও দিক নির্দেশনামূলক বক্তব্য এবং বাণিজ্য শিল্পায়নে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন ইউজিসি-এর ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল্লাহ এবং Aspire to Innovate(a2i) এর পরিচালক তৌফিকুর রহমান৷
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ বাতিলের প্রতিবাদে নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সন্মেলন
সেমিনারে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন ৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই রাত ১২ টায়৷ সেমিনারে রাবির ৬০০ শিক্ষার্থী ও ২০০ জন শিক্ষক রেজিষ্ট্রেশন করার সুযোগ পাবেন৷ শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফ্রি থাকছে ২৫০ টাকা ও শিক্ষকদের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেজিষ্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdiL7Pn560MXjenp9p45jYaKSOTINIz84nSJW-riMuc9vwDOw/viewform