‘মোটা না চিকন’ দেখতে ছাত্রীকে ভিডিও কল দেওয়া সেই অধ্যাপক সাময়িক বরখাস্ত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৫ | আপডেট: ১০:১১ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামকে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক ও অশোভন আচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশে বলা হয়, ৫ জুলাই ২০২৫ থেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বরখাস্ত থাকাকালে তিনি সরকারি বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন।

আরও পড়ুন: জুলাই পরবর্তী ছাত্ররাজনীতির মডেল ছাত্রশিবির : সাদিক কায়েম

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীকে গভীর রাতে হোয়াটসঅ্যাপ ও ইমোতে ভিডিও কল দিয়ে শারীরিক গঠন (যেমন “মোটা না চিকন” প্রশ্ন করা) ও পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের চেম্বারে ডেকে কুপ্রস্তাব দেওয়া, পরীক্ষায় নম্বর দেওয়ায় স্বজনপ্রীতি, এবং অশোভন আচরণের মতো গুরুতর অভিযোগও উত্থাপিত হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী ২৩ জন নারী শিক্ষার্থী লিখিত অভিযোগ জমা দেন। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে তাঁকে বিভাগীয় একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং শেষ পর্যন্ত সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন: ঢাবিতে স্নাতক ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর থেকে

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজনীয় চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।