মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৫ | আপডেট: ৬:২৪ পূর্বাহ্ন, ১৪ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের নিরাপত্তাহীনতা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা করেন। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আরও পড়ুন: রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

অন্যদিকে, ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৮টা থেকে এক দিনের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

শিক্ষার্থীরা জানান, বহিরাগতদের প্রবেশ নিষেধ, হাসপাতাল চত্বর থেকে ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা

গত ৯ জুলাই আনসার ক্যাম্পের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকে হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাসপাতালের নিরাপত্তা জোরদারে বিভিন্ন দাবি জানিয়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন।

স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে: হাসপাতাল এলাকায় পর্যাপ্তসংখ্যক আনসার সদস্য মোতায়েন, সশস্ত্র আনসার নিযুক্তকরণ, প্রতিটি প্রবেশপথে আনসার সদস্যের উপস্থিতি নিশ্চিত করা, আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।