মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত: গেট তালাবদ্ধ, কঠোর নিরাপত্তা, তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হওয়ার পর আজও (বুধবার) প্রতিষ্ঠানটির গেট তালাবদ্ধ রয়েছে। দুপুর ১টা পর্যন্ত সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী কিংবা অভিভাবক—কারোই প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
সকাল থেকেই কলেজ চত্বরে কোনো শিক্ষার্থীদের কর্মসূচি নেই। পুরো ক্যাম্পাস ঘিরে রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান। নিরাপত্তা নিশ্চিত করতে কলেজের নিজস্ব নিরাপত্তাকর্মীরাও সতর্ক রয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু
কলেজের সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী। গেটের বাইরে দাঁড়িয়ে আছে নানা বয়সী উৎসুক জনতা ও অভিভাবকরা। কেউ গেটের ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছেন, কেউ বা ভেতরের পরিস্থিতি জানার চেষ্টা করছেন। কেউ কেউ সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা ধাক্কাধাক্কি করে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
উত্তরা ১১ নম্বর সেক্টরের বাসিন্দা মোস্তফা কামাল জানান, "ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, মন মানছিল না, তাই দেখে যেতে এলাম।" পাশেই দাঁড়িয়ে থাকা এক নারী বলেন, "আমার ছেলের ওইদিন ১১টায় ছুটি ছিল, তাই বেঁচে গেছে। আত্মীয়ের সন্তানও পড়ে এখানে। তাই দেখতে এলাম।"
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ বাতিলের প্রতিবাদে নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সন্মেলন
দুপুর পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শিক্ষার্থীদের দিক থেকেও কোনো কর্মসূচি বা জমায়েত দেখা যায়নি।
এদিকে, মর্মান্তিক এই ঘটনার প্রকৃত চিত্র জানতে এবং হতাহত ও নিখোঁজদের তালিকা প্রস্তুতের জন্য কলেজ কর্তৃপক্ষ ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি করা হয়েছে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে। বাকি সদস্যরা হলেন— উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, ৪র্থ শ্রেণি)
শিক্ষার্থী প্রতিনিধি: মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক (দ্বাদশ শ্রেণি)।
কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে তারা সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করবেন।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে অন্তত ৩১ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।