ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফল পেতে অপেক্ষা মধ্যরাত পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় এ ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়।
এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭০ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে মোট ২৩৪টি পদের জন্য লড়ছেন ১ হাজার ১০৮ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে ভোট দিয়েছেন।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে আলাদাভাবে ফলাফল ঘোষণা করা হবে। এরপর কেন্দ্রীয়ভাবে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হতে পারে মধ্যরাত পর্যন্ত।
প্রসঙ্গত, প্রতি বছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে—দীর্ঘ ২৮ বছর পর। এরপর ছয় বছর বিরতির পর এবার অন্তর্বর্তী সরকারের আমলে আয়োজিত হলো এ নির্বাচন। শিক্ষার্থী ও ভোটারদের উপস্থিতি এবং অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
আরও পড়ুন: জাকসু নির্বাচনে ফ্যাসিস্ট অনুরাগী ও স্বাধীনতাবিরোধীদের জোট