আগামী দুই-তিন দিন লোডশেডিং চলতে পারে সারাদেশে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫৩ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিং দেখা দিয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ক্যাম্পের সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রগুলো চালু হওয়ার পর আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এ সময়ে সাময়িক লোডশেডিং পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে বিপিডিবি।