ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডাকসুর ৫ প্রতিনিধি অন্তর্ভুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক মনোনীত ৫ জন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সিনেটে অন্তর্ভুক্ত হয়েছেন। তারা হলেন— ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং সদস্য সাবিকুন নাহার তামান্না।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খাওয়ানো হচ্ছিল মরা-পঁচা মুরগি, দুই দোকান বন্ধ
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ডাকসুর প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত ডাকসু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জবি ও বাহাদুর শাহ পার্ক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ
সভায় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত ভিপি, জিএস, এজিএস ছাড়াও বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতারা অংশ নেন। সভায় সিনেট সদস্য হিসেবে ডাকসু প্রতিনিধিদের মনোনয়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
সভা শেষে ভিপি আবু সাদিক কায়েম বলেন, “আজকের দিনটি আমাদের জন্য বিশেষ তাৎপর্যের। এই সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু হলো। আমরা চেষ্টা করবো ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধান ও তাদের ন্যায্য প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে।”
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলো সর্বোচ্চ নীতি-নির্ধারণী ও আইন প্রণয়নকারী পরিষদ। সিনেটে শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সরকার মনোনীত সদস্যসহ বিভিন্ন স্টেকহোল্ডার অন্তর্ভুক্ত থাকেন। এবার ডাকসুর নতুন নেতৃত্বের পক্ষ থেকে মনোনীত এই পাঁচজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।