স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে প্রোস্টেট ক্যান্সার সচেতনতা বিষয়ক বিশেষ সেমিনার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) অনুষ্ঠিত হলো প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস ২০২৫ উপলক্ষে এক বিশেষ সেমিনার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্কলারস লাউঞ্জ সেমিনার কক্ষে এই আয়োজন সম্পন্ন হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল – “প্রোস্টেট ক্যান্সার: প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ জীবন বাঁচাতে পারে”।

দেশবরেণ্য ইউরো-অঙ্কোলজিস্ট ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, ঝুঁকি নিরূপণ, স্ক্রিনিংয়ের গুরুত্ব এবং সময়মতো চিকিৎসা গ্রহণের উপকারিতা নিয়ে উপস্থিত সকলকে সচেতন করেন।

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডাঃ নওজিয়া ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্স-এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ মোহাম্মদ আফজালুর রহমান ছিলেন বিশেষ অতিথি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারণ। বিশেষ করে স্টেট কলেজ অফ হেলথ সাইন্সেস-এর শিক্ষার্থী ও শিক্ষকরাও অংশগ্রহণ করে বিষয়টি নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’

এই সেমিনারের আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এবং সহযোগিতায় ছিল জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিস ডিপার্টমেন্ট।

সেমিনারে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসফিয়া নাহিয়ান হাফিজ, লেকচারার, জার্নালিজম ডিপার্টমেন্ট এবং সমন্বয় করেন মোঃ আল্লামা ফয়সাল, লেকচারার ও কো-অর্ডিনেটর, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট।

সকল বক্তাই প্রোস্টেট ক্যান্সার নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক চিকিৎসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।