জগন্নাথ হলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা জারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আগামী ২০২৫ সালের শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে হল প্রশাসন। উৎসবকালীন সময়ে পূজার ভাবগাম্ভীর্য ও নিরাপত্তা বজায় রাখতে মোট ১০ দফা নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
প্রধান নির্দেশনায় বলা হয়েছে, পূজার সময় সকল শিক্ষার্থীকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষা করতে হবে। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সার্বক্ষণিকভাবে পরিচয়পত্র বহন করতে হবে। এছাড়া প্রশাসনের বিশেষ অনুমতি ছাড়া কোনো মোটরসাইকেল হলে প্রবেশ করতে পারবে না।
আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া উপাসনালয়ের মূল বেদীতে ওঠা নিষিদ্ধ। পূজা প্রাঙ্গণে উপস্থিত প্রত্যেককে সকল ধর্ম-বর্ণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে এবং কোনো ধর্ম বা সম্প্রদায় সম্পর্কে বিরূপ মন্তব্য করা যাবে না। একইসঙ্গে দেশ ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
হল প্রশাসনের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থী ভবনে বা রুমে অতিথি আনতে পারবে না। এছাড়া হলে পার্টি স্প্রে, গ্যাস বেলুন, আতসবাজি, ফানুস ইত্যাদি বহন বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্ধারিত স্থান বা লাল বিন ব্যতীত অন্য কোথাও ময়লা ফেলা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: চবিতে নীতিমালার তোয়াক্কা না করেই জামায়াতপন্থীদের পদোন্নতি
পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিতে সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহিত করতে বলা হয়েছে। যোগাযোগের জন্য মি. মিঠুন কুমার সাহা (০১৯২০৯৫৫৪৪৫), মি. উচিৎলয়েন (০১৭২৩৮১৬২২৫) এবং অধ্যাপক ড. শিমুল হালদারের (০১৭১৬৪১৮৫৯৫) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্দেশনাটি জারি করেছেন জগন্নাথ হল পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও আবাসিক শিক্ষক মিঠুন কুমার সাহা। পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ প্রফেসর দেবাশীষ পাল এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন।
এই নির্দেশনার মাধ্যমে জগন্নাথ হল প্রশাসন আশা প্রকাশ করেছে, সকলের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব ২০২৫ একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে।





