ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি, নিপীড়ন ও র‌্যাগিং প্রতিরোধে দুটি পৃথক কমিটি গঠন

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন হয়রানি, নিপীড়ন, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে পৃথক দুটি কমিটি কাজ শুরু করেছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে গঠিত এসব কমিটি ক্যাম্পাসে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে।

আরও পড়ুন: ঢাবির রিসার্চ মেথডলোজি ও সায়েন্টিফিক রাইটিং প্রশিক্ষণের সনদ বিতরণ

যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবিরকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে, আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদাকে আহ্বায়ক করে ‘এ্যান্টি বুলিং অ্যান্ড র‌্যাগিং কমিটি’ গঠন করা হয়েছে।

আরও পড়ুন: হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর দফতর থেকে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, হোস্টেল ওয়ার্ডেন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক ও প্রক্টর বরাবর চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে যৌন হয়রানি, নিপীড়ন, বুলিং ও র‌্যাগিং সংক্রান্ত অভিযোগ নিয়মিতভাবে সংশ্লিষ্ট কমিটির আহ্বায়কদের অবহিত করার নির্দেশনা দেয়া হয়েছে

পত্রে আরও বলা হয়েছে, প্রতিটি অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল ও হোস্টেলে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে এবং সপ্তাহে একবার প্রাপ্ত অভিযোগসমূহ যাচাই করে সংশ্লিষ্ট কমিটির আহ্বায়কদের কাছে পাঠাতে হবে।

এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে যৌন হয়রানি, নিপীড়ন, বুলিং ও র‌্যাগিং বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজনেরও পরামর্শ দেয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।