বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা ক্যাডারের বৈষম্য দূর ও পদোন্নতির দাবি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:০৭ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫’ উপলক্ষে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর নায়েম অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) শিক্ষকতাকে মহিমান্বিত করেছেন। কিন্তু বাংলাদেশের শিক্ষকদের সামাজিক ও আর্থিক অবস্থান পৃথিবীর অনেক দেশ, এমনকি প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও অনেক নিচে।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

বক্তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থাপনায় সরকারি কলেজে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পদোন্নতি ও গ্রেড বিবেচনায় তারা চরম বৈষম্যের শিকার। সরকারি কলেজের অধ্যাপকরা সর্বোচ্চ গ্রেড-৪ এ অবস্থান করলেও অন্যান্য ক্যাডারের তুলনায় তা অত্যন্ত পিছিয়ে।

সভায় বক্তারা ঢাকা সেন্টাল ইউনিভার্সিটি অধ্যাদেশ প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এ অধ্যাদেশের মাধ্যমে ঢাকার সরকারি সাত কলেজে উচ্চশিক্ষার সংকোচন ঘটবে, যা নারী শিক্ষা ও শিক্ষা ক্যাডারের বৈষম্যকে আরও গভীর করবে।

আরও পড়ুন: ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতি প্রদান, আজীবন ভাতার দাবিতে রাজধানীতে বিক্ষোভ

সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, আহ্বায়ক, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। তিনি বলেন,

“শিক্ষকতা পেশার দীপ্তি বাড়াতে হলে শিক্ষা ক্যাডারের বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুবিধা নিশ্চিত করলেই দীপ্তিমান শিক্ষক সৃষ্টি সম্ভব।”

তিনি আরও বলেন, শিক্ষা ক্যাডারের সব স্তরে নিয়মিত পদোন্নতি, পদসৃজন ও পদ আপগ্রেডেশন জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মোঃ মাসুদ রানা খান, সদস্য সচিব, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। তিনি বলেন,

“শিক্ষকদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বাড়াতে হলে বিদ্যমান বৈষম্য দূর করা জরুরি। তা না হলে ভবিষ্যতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে না।”

সভায় উপস্থিত ছিলেন ঢাকার সরকারি সাত কলেজের অধ্যক্ষবৃন্দ, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রফেসর নাসরীন বেগম, এবং সারাদেশের বিভিন্ন জেলা ও ইউনিট কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।

এ সময় প্রফেসর মোহাম্মদ মনিরুল ইসলাম (হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

সভা শেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫’ উপলক্ষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।