মাজারগেটে অবস্থান বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের, মার্চ টু সচিবালয় স্থগিত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৪১ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের “মার্চ টু সচিবালয়” কর্মসূচি হাইকোর্টের নির্দেশে মাজার গেটে আটকে দিয়েছে পুলিশ। এরপর শিক্ষকদের প্রতিনিধি ঘোষণা দিয়েছেন, আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত শিক্ষকরা মাজারগেটে অবস্থান করবেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে অবস্থান করব। প্রয়োজনে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত আমরা থাকব। এরপর শাহবাগ মোড়ে অবস্থান নেব এবং সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করব। পাশাপাশি সারা বাংলাদেশের শ্রেণিকক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে উপস্থিত থাকবেন না।”

আরও পড়ুন: রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

তিনি আরও বলেন, “আজ সারাদিন গোয়েন্দা সংস্থা ও পুলিশ আমাদের অনুরোধ করছিল কর্মসূচি না করার জন্য। আমরা জানিয়েছি, আমরা কর্মসূচি করব। পূর্বের শিক্ষা উপদেষ্টাদের সময়ে শিক্ষকদের ওপর লাঠি, পেটা ও প্রহরন করার ঘটনা ঘটেছিল, তাই এ ধরনের ব্যর্থ শিক্ষা উপদেষ্টার সাথে কোনো আলোচনায় যাব না।”

শিক্ষকদের প্রতিনিধি জানান, “অর্থ ও শিক্ষা দুই দফার মধ্যে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় এবং জানানো হয় যে দাবি পূরণ হয়েছে, তবে আমরা মার্চ টু সচিবালয় কর্মসূচি প্রত্যাহার করে শহীদ মিনারে অবস্থান করব।”

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা

বিকেল সোয়া ৪টা থেকে মাজারগেটে পুলিশ ও শিক্ষকদের মধ্যে মুখোমুখি অবস্থান চলছে। সকাল থেকে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে উপস্থিত ছিলেন। প্রথমে দুপুর ১২টায় কর্মসূচি হওয়ার কথা থাকলেও তা পরে বিকাল ৪টায় অনুষ্ঠিত হচ্ছে।